Sunday 5 January 2020

তীব্র নিন্দা

malancha abritty sanstha


সাহায্য চাইতে যদি হয় ভয় 
তবে সেটা স্বাধীনতা নয়।

পারেনা বাইরে বেরোতে একা
 তবে সেটা কিশের স্বাধীনতা?
 স্বাধীনতা যেটা শুধুই কাগজে
পাবেনা খুঁজে বাস্তব জীবনে।
 ধর্ষন,এটা কি শান্তির ইচ্ছা?
না,এটা হৃংস তেষ্টা।
একজনের ইচ্ছা পুরন 
     তো ,একজনের প্রান হরণ।
ছিঃ কিশের মোমবাতি মিছিল?
আত্মাকে শান্তি দিয়ে কি লাভ?
মৃত্যুটাই যদি হয় বেদনার
তবে কিশের মোমবাতি মিছিল?
৩থেকে ৬০ পড়েনা কেও বাদ
হৃংস পশুরা কি দেয় কারোকে ছাড়?
সংবিধান নাকি পৃথিবীর বড়ো
 অথচ টাকার কাছে সবই জড়ো।
আচ্ছা,সংবিধানের বিরুদ্ধে কেশ হয়না?
হোলে হয়তো এমন হতনা।।

-- শান্তনু পাত্র

Previous Post
Next Post

post written by:

0 Comments: