Tuesday 21 April 2020

হঠাৎ এক সন্ধ্যে

মালঞ্চ আবৃত্তি সংস্থা

অনেক দিন পর চক্ষু দেশে একটা ভয়ঙ্কর
 মেঘ-বৃষ্টি তে ভরা সন্ধ্যা।
ঘন কালো মেঘে ছেয়ে যাওয়া আকাশটা 
মেলে ধরেছে তার ভয়ঙ্কর রূপ,
গর্জে উঠছে সে বারে বারে।
প্রকৃতি যেন নিজের আমেজে উন্মত্ত।
 ফুরফুরে বাতাস, নিজ খুশিতে মত্ত ।
 বৃষ্ঠিভেজা মাটির সোদা সোদা গন্ধ 
মন টাকে সতেজ করার জন্য যথেষ্ট।
Webseries, সিনেমা দেখার নেশা টা আজ
 হঠাৎ-ই দু পা তুলে দিয়েছে ছুট।
অগোচরে  থাকা হাজার প্রশ্ন গুলো আজ নিশ্চুপ।
রান্নাঘরে থেকে ভেসে আসা লুচি ভাজা - র গন্ধ 
সন্ধ্যে টা কে  জমিয়ে তুলছে খুব।
অন্ধকার হয়ে থাকা চারপাশ টা যেনো 
এক রহস্য উন্মোচনে ব্যস্ত।
পড়ার ইচ্ছে গুলো আজ বাক্সবন্দী 
ভাবনা গুলো কে আজ দিয়েছি ছুটি।


-- কলমে কথা মহান্তি 
Latest
Next Post

post written by:

0 Comments: